Follow me on Facebook

সহজেই বানান সফটওয়ারের সফটওয়ার,এককথায় ইন্সটলার !!!




১    ফাইলটি ওপেন করুন বিভিন্ন অংশের সাথে পরিচিত হয়ে নিন
  • General            : এই অংশে আপনি আপনার প্রগ্রামের নাম,ওয়েবসাইট,কোম্পানি,কোন ডিরেক্ট্রিতে আপনার      ইন্সটলার ফাইল সেভ করতে চান তা সিলেক্ট করুন ।
  • File                   :   এটা অত্যন্ত প্রয়জনীয় অংশ । এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলসে আপনি কোথায় ফাইল রাখতে চান অর্থাত প্রোগ্রাম টি ইন্সটল হওয়ার পর ফাইলগুলো কোথায় যাবে সেই ডিরেক্টরি সিলেক্ট করুন ।
  • Requirements : এখানে আপনি যে OS এ ইন্সটলারটি চালাতে দেবেন তা সিলেক্ট করুন । এখানে আপনি যদি Windows XP এর টিক তুলে দেন তাহলে Windows XP তে আপনার প্রগ্রাম আর চলবে না ।
  • Dialogs             : এখানে আপনার ডেস্টিনেশন পথ  টি দিয়ে দিন টাইটল টেক্ট ইচ্ছামত দিন ।
  • Interface        : এখানে আপনার হেডার,লোগো,ভাষা সিলেক্ট করুন ।হেডারের সাইজ ৪৮*৪৮ আর লোগোর সাইজ ১৬৪*৩১৪ হলে ভালো হয় ।
  • Shortcut         : একটা সফটওয়ার ইন্সটল দিলে আপনি ডেক্সটপে একটা আইকন পান । ওটা মূল সফটওয়ারটি নয় ।ওটাকেই সর্টকাট বলে ।
এর পরের Registry,Comands,Ini,Fonts,ActiveX এ হাত না দেওয়াই ভালো ।যদিও আমি এখানে টুকটাক কাজ করি ।
এইহোলো ইন্সটলেশনের স্ট্রাকচার । এবার আমরা Uninstallation এর কাজ করবো ।
  • Genaral :  এখানে উপরের ছবিটি অনুসরন করুন ।
  • Files       :  এটা অত্যন্ত প্রয়জনীয় অংশ । এখানে ক্লিক করে ফোল্ডার সমেত ফাইল সিলেক্ট করুন । Destination Directory তে আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইল এ Uninstall এর সাথে কোন ফাইল্গুলো ডিলেট করাতে চান তা সিলেক্ট করুন  অর্থাত প্রোগ্রাম টি আনইন্সটল হওয়ার পর কোন ফাইল্গুলো ডিলেট হবে তা সিলেক্ট করুন ।
সবশেষে  এই বাটনে ক্লিক করে Build করুন আপনার নিজের বানানো ইন্সটলার ।
সফটওয়ার Download করুন আখান থেকে

No comments:

Post a Comment