কম্পিউটারের গুরুত্বপূর্ণ শর্টকাট শিখুন।
আমরা অনেকেই আমাদের কী-বোর্ডের সবগুলো সর্টকাট জানিনা বা জানলেও ব্যবহারে উৎসাহি না।
কিন্তু,যদি আপনি যদি আপনার পিসির সবগুলো ব্যবহারে অভ্যস্ত হন,তবে আপনি অনেক দ্রুত কম্পিউটার অপারেট করতে পারবেন+আপনার মাউস ব্যবহারের প্রয়োজনীয়তা অনেক কমে যাবে।
আর এই সর্টকাট জানা থাকলে,আপনি জরুরি সময়,ধরুন কোনো কারনে আপনার মাউস নষ্ট হয়ে গেলে, পিসির কাজ গুলো কী-বোর্ড দিয়েই সারতে পারবেন।
অথবা ধরুন কারো পিসিতে মাই কম্পিউটার অপসানটি নেই -সেক্ষত্রে আপনি Windows key + E চেপে মাই কম্পিউটার ওপেন করতে পারবেন।
তাই এই সর্টকাট গুলো সকলের জেনে নেয়া অতীব জরুরী।
নিচে সর্টকাট গুলো দেয়া হলো___
• Windows key – access Start menu
• Windows key + Pause – open System Properties
• Windows key + D – minimise/restore windows
• Windows key + F – open Search window
• Windows key + F1 – open Help and Support Center
• Windows key + E – open Windows Explorer window
• Windows key + M – minimise all windows
• Windows key + TAB – move through open windows on Taskbar
• Windows key + SHIFT + M – restore all windows
• Hold CTRL while dragging – make a copy of selected item
• Hold CTRL + SHIFT while dragging – make a shortcut to selected item
• CTRL + ESC – open Start menu
• CTRL + C – Copy
• CTRL + X – Cut
• CTRL + V – Paste
• CTRL + A – Select All
• CTRL + Z – Undo
• CTRL + B – Bold highlighted text
• CTRL + U – Underline highlighted text
• CTRL + I – Italicise highlighted text
• CTRL + Plus key – increase browser text size
• CTRL + Minus key – decrease browser text size
• CTRL + ALT + DELETE – open Task Manager
আজ এ পর্যন্তই। আশা করছি আগামীকাল ২য় পার্ট দেওয়া হবে।
No comments:
Post a Comment