Follow me on Facebook

গ্রামীণফোনের মডেমে যে কোন সিম চালানোর পদ্ধতি

Start এ ক্লিক > run এ ক্লিক করে devmgmt.msc লিখুন > তারপর OK তে এ ক্লিক করলে Device Manager চালু হবে। এখান থেকে মডেমের উপর ডাবল ক্লিক করলে আপনার ইনষ্টলকৃত মডেমটি দেখা যাবে। দেখা যাওয়া মডেমের উপর ডাবল ক্লিক করুন। তারপর Advanced ট্যাব-এ ক্লিক করুন। এখন Extra initialization commands এ AT+CGDCONT=,,”gpinternet” লিখে Ok তে ক্লিক করুন। এখন Start এ ক্লিক > Control Panel এ ক্লিক করে > Network Connections টি ওপেন করুন। আপনার ডায়েল আপটি ওপেন করে Dial এ ক্লিক করলেই নেট কানেক্টশন পেয়ে যাবে।

গ্রামীণ ফোনের এর জন্য, AT+CGDCONT=,,”gpinternet”
বাংলালিংক এর জন্য, AT+CGDCONT=,,”blweb”
রবি এর জন্য, AT+CGDCONT=,,”internet”
এয়ারটেল এর জন্য, AT+CGDCONT=,,”internet

এই নিয়মে যে কোন মডেমে যে কোন সিম চালানো যাবে। পোষ্টটি ভালোলাগলে share করবেন।

No comments:

Post a Comment