মানব দেহের খুঁটিনাটি জানুন
মানবদেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই সৃষ্টিকর্তার বিস্ময়কর সৃষ্টি কৌশল ঘোষণা করছে , তারই কিছু নমুনা দেওয়া হল।
মস্তিষ্কঃ পৃথিবীর সর্বকালের সর্বপ্রকার তথ্য ও তত্ত্বকে যদি এক জায়গায় এক সাথে করে মস্তিষ্কে রাখা যায়, তাতে এর লাখ ভাগের এক ভাগ ও শেষ হবে না।
শ্বাস প্রশ্বাসঃ গড়ে একজন মানুষ জীবনে ৫০ কোটিবার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে, শ্বাস-প্রশ্বাসে যে পরিমান বাতাসের ব্যবহার করা হয় তা দিয়ে ৩৫ লাখের মতো বেলুন ফোলানো সম্ভব।
শিরা-উপশিরাঃ দেহের সব শিরা-উপশিরারে জড়ো করে লম্বা করলে তা ৫০ মাইল দীর্ঘ হবে।
কিডনির নলঃ কিডনিতে অসংখ্য ছোট ছোট সরু নল রয়েছে, এগুলো পরস্পরের সাথে লাগালে লম্বায় হবে ৪০ মাইল
হাড়: মানবদেহে ২০৬ টি হাড় স্টিলের চেয়েও শক্ত।
তাপ: মাংশ পেশি যে পরিমান তাপ উতপন্ন করে তা দিয়ে ঘন্টায় ১ লিটার পানি উত্তপ্ত করা যাবে।
চর্বিঃ মানবদেহে যে পরিমান চার্বি আছে তা দিয়ে ৭টি বড় ধরনের কেক তৈরী করা যাবে।
ফসফরাসঃ মানবদেহে যে পরিমান ফসফরাস আছে তা দিয়ে দুই হাজার দুটি ম্যাচ বানানো সম্ভব।
আসুন সিজদায় মস্তিষ্ক অবনত করি সেই সর্বশক্তিমান ও কুশলী সৃষ্টিকর্তার নিকট।
No comments:
Post a Comment