আপনি বছরখানিক আগে বেশ সখের বশে একটা পিসি কিনেছিলেন যেটা আপনাকে অনেক দিন
পর্যন্ত সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু বছর খানেক আগে আপনি যে চাহিদা নিয়ে
পিসি কিনেছিলেন, বছরখানেক পরে আজকে সেই চাহিদাতে ব্যাপক পরিবর্তন এসেছে।
আপনার কাজের পরিধি বেড়ে গেছে বা বর্তমানে আপনি আপনার পুরাতন পিসির
পারফর্মেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও পারফর্মেন্স একটা আপেক্ষিক
শব্দ!! আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যখন পেন্টিয়াম-টু প্রসেসর
ব্যবহার করতাম তখন মনে হত পিসির পারফর্মেন্স আরো একটু বাড়লে মনে হয়
সারাজীবন সুন্দরভাবে কাটানো যেত!! কিন্তু মজার ব্যাপার, আজকের এই দিনে এসে
ইন্টেলের "কোর আই-সেভেন" ব্যবহার করেও মনে শান্তি নাই!!! কেমন জানি এটার
পারফর্মেন্সও আমাকে ইদানিং সন্তুষ্ট করতে পারছেনা!! আসলে এটাই বাস্তবতা!!
পিসি (পার্সোনাল কম্পিউটার) আপগ্রেড করবেন?? কোন কোন হার্ডওয়্যার আপগ্রেড করবেন?? কেন করবেন?? কিভাবে আপগ্রেড করবেন?? (ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি আপগ্রেড করার পরিপূর্ণ গাইডলাইন)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment