Follow me on Facebook

পিসি (পার্সোনাল কম্পিউটার) আপগ্রেড করবেন?? কোন কোন হার্ডওয়্যার আপগ্রেড করবেন?? কেন করবেন?? কিভাবে আপগ্রেড করবেন?? (ছোট বাচ্চাদের উপযোগী করে পিসি আপগ্রেড করার পরিপূর্ণ গাইডলাইন)

আপনি বছরখানিক আগে বেশ সখের বশে একটা পিসি কিনেছিলেন যেটা আপনাকে অনেক দিন পর্যন্ত সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু বছর খানেক আগে আপনি যে চাহিদা নিয়ে পিসি কিনেছিলেন, বছরখানেক পরে আজকে সেই চাহিদাতে ব্যাপক পরিবর্তন এসেছে। আপনার কাজের পরিধি বেড়ে গেছে বা বর্তমানে আপনি আপনার পুরাতন পিসির পারফর্মেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও পারফর্মেন্স একটা আপেক্ষিক শব্দ!! আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যখন পেন্টিয়াম-টু প্রসেসর ব্যবহার করতাম তখন মনে হত পিসির পারফর্মেন্স আরো একটু বাড়লে মনে হয় সারাজীবন সুন্দরভাবে কাটানো যেত!! কিন্তু মজার ব্যাপার, আজকের এই দিনে এসে ইন্টেলের "কোর আই-সেভেন" ব্যবহার করেও মনে শান্তি নাই!!! কেমন জানি এটার পারফর্মেন্সও আমাকে ইদানিং সন্তুষ্ট করতে পারছেনা!! আসলে এটাই বাস্তবতা!!
যেটাই কারণ হোক, ধরে নিলাম আপনি আপনার এই মুহূর্তে এমন একটা পিসি চাচ্ছেন, যেটা আপনার বর্তমানের পিসির চাইতে বেটার পারফর্ম করবে। এটার সমাধান হচ্ছে দুইটা। হয় আপনাকে নতুন পিসি কিনতে হবে, নতুবা আপনার বর্তমান পিসির কিছু কিছু হার্ডওয়্যারকে পরিবর্তন করে সেখানে নতুন মডেলের হার্ডওয়্যার ব্যবহার করতে হবে!! আর এটাকে সহজ কথায় বলে "পিসি আপগ্রেড"!!! যেহেতু নতুন পিসি কেনাটা বেশ ব্যয়বহুল, তাই আপনার জন্য সহজ সমাধান হচ্ছে পিসি আপগ্রেড করে পিসির পারফর্মেন্স বাড়ানো। তবে আপনার পিসি ৬/৭ বছরের পুরাতন হলে আপনাকে পরামর্শ দিব, বাজেট ফিক্সড করুন নতুন পিসি কেনার জন্য!!! এরকম পরার্মশ দেবার পেছনেও বেশ কিছু কারন আছে, যা আশা করছি আমার এই লেখায় সংক্ষিপ্ত ভাবে হলেও আলোচনা করব!!!

No comments:

Post a Comment